বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

কি চেয়েছি কি পেলাম

দীর্ঘ নয়টা মাসের যুদ্ধে আমাদের হারানোর কোন সীমা ছিলনা । জান মাল আমাদের মা -বোন দের  সম্ভ্রম আরও কত কি !!! । তাতে  কি হয়েছে!!
তবুও তো একটা স্বাধীন দেশ পেয়েছি । সব কিছু হারিয়ে এটাই ছিল আমাদের পরম পাওয়া । পাকিস্তানের চরম শোষণের হাত থেকে বাঙ্গালী রক্তের বিনিময়ে মুক্তি পেল ঠিকই কিন্তু স্বাধীনতার ৪৪ বছর পরে এসে অনেকের মনে প্রস্ন শোনা যায় , আমরা স্বাধীন নই কেন???
এতদিন পরে এই প্রশ্ন শুনে হতবাক না হয়ে পারি না । কেননা আমাদের লাখো শহিদের রক্ত তো আর বৃথা যেতে পারে না ......। আসলে বিষয় টা কি ??
আমার  ছোট্ট মাথায় ভাবতে লাগলাম ।।
সত্যিই তো ......।। আমরা ত স্বাধীনতার সংজ্ঞা হারিয়ে ফেলেছি । যেখানে তনু, মুক্তাদের আমরা যথাযথ সম্মান দিতে পারিনি , যে দেশে বদ্রুলরা দিনে দুপুরে অসহায় মানুষ দের কুপায় , যে দেশে আইনএর শাসন এর কোন বালাই নাই এটা আবার স্বাধীন দেশ হয় কেমন করে ??
আমি মাত্র দু একটির কথা বললাম এরকম হাজারটা ঘটনা পড়ে আছে আমাদের সামনে । 
মনে রাখতে হবে পৃথিবীর সকল মায়া পেছনে ফেলে বীর শহিদেরা গণ মানুষের সকল স্বাধীনতার জন্যে নিজেদের জীবন উৎসর্গ করেছে । ক্ষমতার জন্যে দাপাদাপি করে মানুষের দুর্ভোগ সৃষ্টির জন্যে নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন